নিজস্ব প্রতিবেদক
মো. শামসুজ্জামান বকরি (ছাগল) চামড়া বিক্রি করতে গিয়ে হতবাক হয়ে গেছেন। নগরীর বুধপাড়া এলাকায় বাসিন্দা তিনি। তার ছয় হাজার টাকা মূল্যে বকির চামড়ার ১০ টাকা দাম শুনে। সর্বশেষ উপায় না পেয়ে সেই টাকায় বিক্রি করতে হয়েছে চামড়াটি।
আজ মঙ্গলবার সিল্কসিটিনিউজকে তিনি বলেন, ‘এই ১০ টাকা কাকে দেবো। একটা মানুষের হাতে ১০ টাকা দিতেও লজ্জা লাগে। আর অসহায় মানুষতো এলাকায় একজন নেই। যে তাকে দিলেই হবে।’
এই এলাকার হামিদুজ্জামান হেনা সিল্কসিটিনিউজকে জানায়, তার এলাকায় বেশ কিছু পশু কোরবানি করা হয়েছে। এর মধ্যে গরুর চামড়া গড়ে ৬০০ টাকা বিক্রি করেছেন। এছাড়া খাসি ছাগল ৫০ টাকা। আর বকরি ১০ টাকা দরে চামড়াগুলো বিক্রি করা হয়েছে।
রাজশাহী জেলা চামড়া গ্রুপের সভাপতি আসাদুজ্জামান মাসুদ বলেন, ‘ভাই চামড়া নেই। খাসি-বকরি চামড়ায় বাজনা চেয়ে খাজনায় বেশি। একটা চামড়া ১০ টাকা কিনে ১৮ টাকা লাগছে লবনসহ তার খরচ।’
স/আ