বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দেশিদের বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে কোচ নিয়োগ দিলো পাকিস্তান

Paris
মার্চ ৩০, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ

সিল্কসিটি স্পোর্টস ডেস্ক :

মিকি আর্থারকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়ার সময়ই জানা গিয়েছিলো, একদল কোচিং স্টাফ নিয়োগ করা হবে তার পরামর্শ মতো। সেই কোচিং স্টাফরাই পরিচালনা করবে পাকিস্তান ক্রিকেট দলকে। এরই মধ্যে পাকিস্তানের সাবেকদের মধ্য থেকে আওয়াজ উঠেছিলো দেশিদের মধ্য থেকে কোচিং স্টাফ নিয়োগ দেয়ার জন্য। বিশেষ করে বোলিং কোচ যেন পাকিস্তান থেকেই নিয়োগ দেয়া হয়।

কিন্তু সাবেকদের এসব চাওয়াকে উপেক্ষা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিদেশি কোচের ওপরই আস্থা রাখলো। দক্ষিণ আফ্রিকা থেকেই একঝাঁক কোচ বেছে নিলো তারা। বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মর্কেলকে। পাকিস্তানের সিনিয়র ক্রিকেট দলের ব্যাটিং কোচ হচ্ছেন অ্যান্ড্রু পুটিক।

সাবেক ফিল্ডিং কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নকে নিয়োগ দেয়া হয়েছে প্রধান কোচ হিসেবে। মিকি আর্থার এখন কোচ হিসেবে রয়েছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারে। ওখান থেকে তিনি আবার পাকিস্তান ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টরও। তার দেয়া অ্যাসাইনমেন্ট অনুসারেই কাজ করবেন গ্র্যান্ড ব্র্যাডবার্ন, মরনে মর্কেল এবং অ্যান্ড্রু পুটিক।

এমনভাবে কোচিং গ্রুপ গঠন করা হয়েছে পাকিস্তানের, যাতে মিকি আর্থার দূর থেকেই টিম ডিরেক্টরের ভূমিকা পালন করতে পারেন। এমনকি পুরোপুরি বিদেশি নির্ভর কোচিং টিম গড়ার ক্ষেত্রেও আর্থার মূল ভূমিকা পালন করেছেন। ক্লাইফ ডিকন ও ড্রিকাস সাইম্যান যথাক্রমে ফিজিও ও স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিজেদের দায়িত্বে বহাল থাকবেন।

মর্কেল এখনই পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। আইপিএলের পরই তিনি পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন। আপাতত আগামী দুইমাস তিনি লখনৌ সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকবেন।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নমিবিয়ার কোচিং স্টাফের দায়িত্ব পালন করেছেন মরকেল। দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগে তিনি ডারবানস সুপার জায়ান্টস দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত রয়েছেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচিং স্টাফ হিসেবেও দেখা যায় মর্নিকে।

পুটিক আগামী মাসেই পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৯ সালের ভারত সফরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সহকারী কোচ ছিলেন পুটিক।

সাকলায়েন মুস্তাক ও শন টেইটের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে পাকিস্তানের কোনও স্থায়ী কোচ নেই। অন্তর্বর্তীকালীন কোচিং স্টাফের অধীনেই পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামে। এই সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় তারা।

সর্বশেষ - খেলা