বৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০১৭ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নবনিযুক্ত সুইস প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Paris
জানুয়ারি ৫, ২০১৭ ৭:২৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সুইস কনফেডারেশনের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডরিস লিউদার্থকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
সুইস প্রেসিডেন্টের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ায় আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাকে আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।


শেখ হাসিনা বলেন, তিনি আন্তরিকভাবে বিশ্বাস করেন যে, তাঁর দায়িত্বের মেয়াদকালে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সমঝোতা ও সহযোগিতার বন্ধন আরো জোরদার ও সম্প্রসারিত হবে।
তিনি বলেন, ‘আমাদের সম্পর্কের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সানন্দে অপেক্ষায় রয়েছি। ’
শেখ হাসিনা নতুন বছর ২০১৭-তে ডরিস লিউদার্থের সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য এবং সুইস কনফেডারেশনের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
ডরিস লিউদার্থ গত ৭ ডিসেম্বর সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
সাত সদস্যের সুইস ফেডারেল কাউন্সিলের সদস্যদের মধ্যে থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর সুইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সূত্র : কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়