রবিবার , ২৬ মে ২০২৪ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

১৪ হাজার রান ও ৭০০ উইকেটের ডাবলে সাকিবই প্রথম

Paris
মে ২৬, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক

প্রথম দুই ম্যাচে বল হাতে হতাশ থাকতে হয়েছে সাকিব আল হাসানকে। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বল হাতে পেলেন কাঙ্ক্ষিত সেই উইকেটের দেখা।

ফ্লাইটেড ডেলিভারিতে আন্দ্রিয়েস গুসকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। তাতেই গড়েন অনন্য এক রেকর্ড।

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে একইসঙ্গে ১৪ হাজার রান ও ৭০০ উইকেট ঝুলিতে নেই আর কোনো ক্রিকেটারের। সাকিবই সেখানে প্রথম নাম লেখালেন। ব্যাট হাতে আগেই ১৪ হাজারের মাইলফলককে ছাড়িয়ে গেছেন তিনি।

তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইনকে টপকে ১৭ নম্বরে আছেন সাকিব। সবচেয়ে বেশি এক হাজার ৩৪৭ উইকেট নিয়ে শীর্ষে লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। তবে বাঁহাতি স্পিনারদের মধ্যে সাকিবের আগে আছেন কেবল ড্যানিয়েল ভেট্টরি। আর  ছয়টি উইকেট পেলেই কিউই স্পিনারকে ছাড়িয়ে যাবেন তিনি।

তিন ফরম্যাটের মধ্যে সাকিবের সবচেয়ে বেশি উইকেট সংখ্যা ওয়ানডেতে। ২৪৭ ম্যাচ খেলে ৩১৭ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ৬৭ টেস্টে ২৩৭ ও ১২২ টি-টোয়েন্টিতে ১৪৬ উইকেট রয়েছে তার।

বোলিংয়ের মতো ব্যাটিংয়েও সাকিবের সবচেয়ে বেশি রান ওয়ানডেতে (৭ হাজার ৫৭০)। টেস্টে ৪ হাজার ৫০৫ রান ও টি-টোয়েন্টিতে ২ হাজার ৪৪০ রান করেছেন তিনি।

সর্বশেষ - খেলা