রবিবার , ২৩ আগস্ট ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতে বলির পাঁঠা বানানো হয়েছে তাবলিগ জামাত সদস্যদের!

Paris
আগস্ট ২৩, ২০২০ ১২:০০ পূর্বাহ্ণ

বিদেশি তাবলিগ জামাতের সদস্যদের বিরুদ্ধে করোনাভাইরাস ছড়ানোর অভিযোগ করেছিল ভারতের মহারাষ্ট্র পুলিশ। তবে, বম্বে হাইকোর্ট পুলিশের সেই মামলা খারিজ করে দিয়েছে। খবর ওয়ান ইন্ডিয়ার।

শুক্রবার (২১ আগস্ট) বম্বে হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ তাদের রায়ে বলেছেন, বিদেশি তাবলিগ জামাতের সদস্যদের বলির পাঁঠা বানানো হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দিল্লির নিজামউদ্দিন মারকাজের সভায় যোগ দিয়েছিলেন তাবলিগ জামাতের বহু বিদেশি সদস্য। এরপরই তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার মামলা। সেই মামলাটি এবার খারিজ করে দিল বম্বে হাইকোর্ট।

কোর্ট তাদের পর্যবেক্ষণে বলেছেন, পুলিশ রাজনৈতিক চাপে পড়ে ওই তাবলিগ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

উল্লেখ্য, এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার তাবলিগ জামাতের ২ হাজার ৫৫০ জন বিদেশি সদস্যকে কালো তালিকাভুক্ত করেছিল। এর ফলে তারা আগামী ১০ বছরের জন্য ভারতে ঢুকতে পারবেন না।

সর্বশেষ - আন্তর্জাতিক