বুধবার , ৯ ডিসেম্বর ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিশ্বের ৮ কোটি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

Paris
ডিসেম্বর ৯, ২০২০ ৭:১৯ অপরাহ্ণ

করোনার মধ্যে মানবিকতার আহ্বান সত্ত্বেও সহিংসতা ও নির্যাতনে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে বিশ্বের রেকর্ডসংখ্যক মানুষ। ২০১৯ সাল পর্যন্ত ৭ কোটি ৯৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যা বিশ্বের মোট জনসংখ্যার এক শতাংশের বেশি। এ ছাড়া শরণার্থী হিসেবে জীবনযাপন করছেন প্রায় তিন কোটি মানুষ। আজ বুধবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে।

ইউএনএইচসিআর জানায়, তাদের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে নতুন করে অনেক মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ফলে এই সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। এ বছরের প্রথমে সিরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, মোজাম্বিক, সোমালিয়া এবং ইয়েমেনে নতুন করে মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া আফ্রিকার মধ্য অঞ্চলে ধর্ষণ ও নির্যাতনের কারণে নতুন করে আরো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি।

ইউএনএইচসিআর-এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এক বিবৃতিতে বলেন, গত দশকে বাবাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ হলেও আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সুরক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। আমরা এখন আরো একটি লজ্জাজনক মাইলফলক অতিক্রম করছি। বিশ্বে যুদ্ধ বন্ধ না করা অবধি এই সংখ্যাটা বাড়তেই থাকবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক