সোমবার , ১১ অক্টোবর ২০২১ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গাঁজা সেবনকারীদের করোনায় ঝুঁকি বেশি, বলছে গবেষণা

Paris
অক্টোবর ১১, ২০২১ ১২:৩৭ অপরাহ্ণ

অতি মাত্রায় গাঁজা সেবনকারীদের মধ্যে যারা টিকা নিয়েছেন, তারাও কভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বেশি সংবেদনশীল হতে পারেন। নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ড সাইকোলজিতে গত মঙ্গলবার ওই গবেষণার ফল প্রকাশ হয়েছে। যাদের মাদক ব্যবহার ব্যাধি (এসইউডি) আছে এবং গাঁজা, অ্যালকোহল, কোকেন, ওপিওইড এবং তামাকের ওপর নির্ভরতা রয়েছে; করোনা টিকার দুই ডোজ সম্পন্ন করলেও সংক্রমিত হলে গুরুতর পরিণতির দিকে যাওয়ার শঙ্কা তাদের বেশি।

জানা গেছে, যাদের মাদক ব্যবহারের ব্যাধি নেই, তারা করোনায় আক্রান্ত হলে ৩.৬ শতাংশ ক্ষেত্রে গুরুতর পরিণতির দিকে যাচ্ছে। তবে যাদের মাদক ব্যবহারের ব্যাধি রয়েছে, তাদের ক্ষেত্রে এই হার সাত শতাংশ।

গবেষণায় দেখা গেছে, অতিমাত্রায় গাঁজা সেবনকারীরা আক্রান্ত হলে ৭.৮ শতাংশ ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে।

অবশ্য এই পার্থক্য গাঁজ সেবনের সঙ্গে সরাসরি সংযুক্ত করা হয়নি। তবে গাঁজার ওপর নির্ভরশীলদের আচরণের সঙ্গে যুক্ত হতে পারে।

গবেষকরা বলছেন, গাঁজা সেবনে আসক্ত রোগীরা অল্প বয়সী হলেও, যাদের এ ধরনের রোগ নেই তাদের তুলনায় বেশি ঝুঁকিতে ছিল।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক