সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মাছি তাড়াতে গিয়ে যেভাবে বাড়ির একাংশ উড়িয়ে দিলেন ফ্রান্সের এই ব্যক্তি

Paris
সেপ্টেম্বর ৭, ২০২০ ১২:৪৯ অপরাহ্ণ

ফ্রান্সে ডরডোন এলাকার পারকোল চেনড গ্রামের এক ব্যক্তি একটি মাছি মারতে গিয়ে নিজের বসতবাড়ির একাংশই উড়িয়ে দিয়েছেন। আশির মতো বয়স হবে তার।

রাতের খাবার খেতে বসতে যাচ্ছিলেন ওই ব্যক্তি । ঠিক তখনই তার চারপাশে ভনভন করতে শুরু করে মাছিটি। এতে বেশ বিরক্ত হন তিনি। বিরক্ত হয়ে বাসায় থাকা মশা-মাছি মারবার ইলেকট্রিক র‌্যাকেটটি হাতে তুলে নেন তিনি।

কিন্তু এরই মধ্যে ঘরের কোনায় রাখা গ্যাস ক্যানিস্টারটি লিক হয়ে  রান্নাঘরের মধ্যে জমে যায় বেশ কিছু পরিমান দাহ্য গ্যাস। যেই না তিনি মাছিটিকে মারবার জন্য র‌্যাকেটের সুইট অন করলেন, সেই মুহূর্তে বাতাসে ভাসমান গ্যাসের সংস্পর্শে এসে র‌্যাকেটের বৈদ্যুতিক স্ফূলিঙ্গ বেশ বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে ফেলে। এতে পুরোপুরি ধসে গিয়েছে রান্নাঘর, ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির ছাদেরও। তবে ওই ব্যক্তির হাত পুড়ে যাওয়া ছাড়া আর তেমন কোন ক্ষতিই হয়নি তার।

মাছি মারতে গিয়ে ঘর উড়িয়ে দেয়া ব্যক্তিটি এখন রাত কাটাচ্ছেন স্থানীয় একটি ক্যাম্পসাইটে। আর তার বাড়ির লোকেরা এখন সংস্কার করছেন ক্ষতিগ্রস্ত বসতবাড়িটির।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক