শনিবার , ২৫ মে ২০১৯ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এক মুখে দুই কথা! শাবানার সমালোচনায় সোশ্যাল মিডিয়ায় ঝড়

Paris
মে ২৫, ২০১৯ ১২:২৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে দেশটির ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি ৩০৩টি আসন পেয়ে টানা দ্বিতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।

 

জাতীয় নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এটাই এ যাবতকালের সবচেয়ে ভালো ফল।

এ বিপুল ভোটে জয় পাওয়ায় টুইটারে মোদিকে অভিনন্দন জানাচ্ছেন বলিউড তারকারা।

সেই পালে যুক্ত হয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি। নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন তিনি।

আর এমন টুইটের পরেই বিপাকে পড়েছেন এই অভিনেত্রী।

তাকে নিয়ে নানা কটাক্ষ ও সমালোচনায় মেতে ওঠে ভারতীয় নেটজনতা। ‘কট্টর বিজেপি বিরোধী’ শাবানা আজমী কি এবার দল পাল্টালেন? এমন প্রশ্ন ছুঁড়েছেন কেউ কেউ।

নরেন্দ্র মোদিকে টুইটারে অভিনন্দন জানিয়ে শাবানা আজমি লিখেছেন, ‘এটা ভারতের জনগণের শক্তিশালী জনমত। অভিনন্দন নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’।

শাবানা আজমির এমন টুইটের পর তাকে অনেকেই ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেন।

অনেকেই প্রশ্ন করেন, এক মুখে দুই কথা কেন?

নির্বাচনের কিছুদিন আগে মোদি বিরোধী কথা বলে খবরের শিরোনামে এসেছিলেন শাবানা আজমি।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, এবার মোদি জিতলে ভারত ছেড়ে দিবেন বলে মন্তব্য করেন শাবানা আজমি।

যদিও ওই সংবাদের পর এমন কোনো মন্তব্য তিনি করেননি জানিয়ে বিষয়টি অস্বীকার করেছিলেন শাবানা।

সে কারণে বিষয়টি ধামাচাপা পড়ে গেলেও পরে দেখা যায় বেগুসরাইয়ের সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারের হয়ে প্রচারণা চালাচ্ছেন শাবানা আজমি।

সেখানে চলমান বিজেপি সরকারের বিপক্ষে মন্তব্য করেন তিনি।

তাই শাবানার এমন হঠাৎ সুর পাল্টে মোদিকে অভিনন্দন জানানোর বিষয়টি মেনে নিতে পারছেন না ভারতীয়রা।

শাবানার সেদিনের বক্তব্যের জের টেনেই মোদি জেতায় তাকে ভারত ছেড়ে পাকিস্তানে চলে যেতে বলছেন নেটজনতা।

 

সর্বশেষ - আন্তর্জাতিক