বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০১৭ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

১০ সেপ্টেম্বর থেকে অনলাইনের মাধ্যমেই ভিসা পাবেন আবেদনকারীরা

Paris
আগস্ট ৩১, ২০১৭ ৭:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

আগামি ১০ সেপ্টেম্বর থেকে অনলাইনের মাধ্যমে ভিসা পাবেন আবেদনকারীরা। ভ্রমন ভিসা আবেদনকারীরা কোন আগাম এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই রাজশাহী এবং রংপুর আইভিএসিগুলিতে সরাসরি তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন। এ দুই আইভিএসিগুলিতে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাগে বারোটা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভ্রমন ছাড়া অন্যান্য ভিসা ক্যাটাগরি যেমন চিকিৎসা, ব্যবসায়, সম্মেলন ও অন্যান্য ভিসা আবেদন আগের মতোই সরাসরি জমা দেয়া যাবে। অধিকন্তু প্রবীন ও মুক্তিযোদ্ধদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদান বলবৎ থাকবে। ভ্রমণ ভিসার জন্য ভারতে ভ্রমণের নিশ্চিত টিকিট জমাদানের প্রয়োজন হবে না।

এর আগে চলতি বছর ৯ জুলাই নতুন এই ব্যবস্থাটি চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে চালু হয়। বর্তমানে এটি রাজশাহী এবং রংপুরে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা ভারত বাংলাদেশের জনগনের মধ্যে জনসংযোগ সৃষ্টি করার লক্ষ্যে এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

স/আর

সর্বশেষ - আন্তর্জাতিক