বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্লোভেনিয়ায় জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন প্রয়োগ স্থগিত

Paris
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১২:৫৫ অপরাহ্ণ

জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত এক ডোজের করোনা ভ্যাকসিনের প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করেছে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া। গতকাল বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়ানেজ পোকলুকারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্লোভেনিয়ার ইংরেজি দৈনিক দ্যা স্লোভেনিয়ান টাইমস।

টিকা গ্রহণের পনেরো দিনের মাথায় ২২ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়ানেজ পোকলুকার জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সাময়িকভাবে স্লোভেনিয়ায় জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত এক ডোজের করোনা ভ্যাকসিনের প্রয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে টিকা গ্রহণের পর কোনো ধরণের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবে ২২ বছর বয়সী এ তরুণীর মৃত্যু হয়েছে কি না সে বিষয়ে এখনও আমরা পুরোপুরিভাবে নিশ্চিত নই। তাই সামগ্রিক বিষয়ে অধিকতর তদন্তের প্রয়োজন।

 

প্রসঙ্গত, গ্রীষ্মের বিদায়ের সাথে সাথে স্লোভেনিয়াসহ আশেপাশের দেশগুলোতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় স্লোভেনিয়ায় নতুন করে ১ হাজার ৩৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও করোনাভাইরাসের প্রভাবে দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। দেশটিতে বর্তমান সময়ে আরটি-পিসিআর টেস্টে নমুনার বিপরীতে শনাক্তের হার ২০% এরও বেশি।
এর আগে মার্চ মাসে রক্ত জমাট বাঁধার আশঙ্কায় স্লোভেনিয়ার সরকার অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করে। অ্যাস্ট্রাজেনেকার এবং জনসন অ্যান্ড জনসন উভয় ভ্যাকসিন ভাইরাল ভেক্টর ফর্মুলায় তৈরি।

স্লোভেনিয়া সরকারের ভ্যাকসিন কার্যক্রম প্রকল্পের প্রধান উপদেষ্টা বোয়ানা বিওভিচ বলেছেন, জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত এক ডোজের করোনা ভ্যাকসিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে আমাদের আরও এক সপ্তাহ গবেষণার প্রয়োজন। এরপর হয়তো বা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো আদৌতে আমাদের এ ভ্যাকসিনের প্রয়োগ পুরোপুরিভাবে বন্ধ করা উচিত কি না। তবে বর্তমানে আমরা ফাইজার ও বায়োএনটেক এবং মডার্না উদ্ভাবিত এমআরএনএ ভ্যাকসিনের সাহায্যে পুরো টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক