সোমবার , ১৯ মার্চ ২০১৮ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে শেষ হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Paris
মার্চ ১৯, ২০১৮ ৯:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে অনুষ্ঠিত চার দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়।

উৎসবে ‘অঙ্গজ’ চলচ্চিত্রের জন্য খন্দকার সুমন শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হন। শ্রেষ্ঠ সিনেফটোগ্রাফার নির্বাচিত হন রাজশাহী চলচ্চিত্র সংসদের শাহরিয়ার চয়ন (‘দ্য রিবেল অব মাইন্ড’) এবং স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পান ‘অন্ত্যেষ্টি’ ছবির পরিচালক তানজিনা তাসনিম। এ ছাড়াও মোট চল্লিশটি ছবির মধ্যে একুশজন পরিচালককে সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।

রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, ভারতের বিশিষ্ট চলচ্চিত্র লেখক ও সম্পাদক সুশীল সাহা, শিলিগুড়ি সিনিয়র ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার নাগ, রাজশাহীর ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এএফএম জাহিদ, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ, রেইনবো চলচ্চিত্র সংসদের অর্থ সম্পাদক মিজানুর রহমান, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক, রাবি চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুল প্রমুখ। উৎসবটির পরিচালক ছিলেন বরেন্দ্র চলচ্চিত্র সংসদের সুলতানুল ইসলাম টিপু।

উল্লেখ্য, গত ১৬ মার্চ রাজশাহী চলচ্চিত্র সংসদের আয়োজনে এবং রাবি চলচ্চিত্র সংসদের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে দেশ-বিদেশের বিশটি চলচ্চিত্র সংগঠনের চল্লিশটি চলচ্চিত্র অংশগ্রহণ করে। শেষদিন হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে নির্মিত ‘খাঁচা’ চলচ্চিত্র প্রদর্শিত হয়। রাজশাহীর পদ্মা পাড়, তালাইমারি, বড়কুঠি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হয়।

স/শ

সর্বশেষ - বিনোদন