রবিবার , ৪ নভেম্বর ২০১৮ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নোট বাতিলের পর এবার ‘রাম মন্দির’ নিয়ে চমক দেবেন মোদী!

Paris
নভেম্বর ৪, ২০১৮ ৭:৩০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘‘আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন’’ এই কথাটা অনেককেই একরাশ আগ্রহ এবং উৎকণ্ঠা নিয়ে টিভির সামনে অপেক্ষা করায়৷ নোট বাতিল কিংবা নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে লালকেল্লা থেকে বক্তৃতা, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এরকম একের পর এক চমক দিয়েছেন নরেন্দ্র মোদী৷ এবার কী রাম মন্দির নিয়ে সেরকম চমকই তিনি দিতে চলেছেন? বিশেষ কিছু সূত্র কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে৷

সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস থেকে বিভিন্ন হিন্দুত্ববাদী দল ও সংগঠন রামমন্দির নির্মাণের দাবি নিয়ে জোরালো সওয়াল শুরু করেছে৷ আগামী ২৯ অক্টোবর রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি শুরুর কথা থাকলেও তা হয়নি৷ বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ ২০১৯ এর জানুয়ারির প্রথম সপ্তাহে শুনানির দিন ধার্য করেছে৷ এরপরই রাম মন্দির নির্মাণের দাবিতে আরও সরব হয়েছে বিভিন্ন হিন্দু সংগঠন৷ আর অপেক্ষা করতে একদমই রাজী নয় এই সংগঠনগুলি৷ দাবি উঠছে, রাম মন্দির নিয়ে নিজেদের প্রতিশ্রুতি রাখুক বিজেপি৷ সোমনাথ মন্দিরের মতোই অর্ডিন্যান্স এনে রাম মন্দির নির্মাণ করুক মোদী সরকার৷

স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের মুখে রামমন্দির সংক্রান্ত বড় পদক্ষেপ নিতে পারে বিজেপি বলে বিশেষজ্ঞদের মত৷ কয়েকজন বিজেপি নেতাদের কথাবার্তাও সেরকমই ইঙ্গিত দিচ্ছে৷ বিজেপির রাজ্যসভার সাংসদ অধ্যাপক রাকেশ সিনহা হিন্দিতে একটি টুইট করেছেন৷ যেখানে রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরিকে মেনশন করে তিনি লিখেছেন, ‘‘রাম মন্দির কবে হবে? তারিখ বলুক বিজেপি, আরএসএস ৷ এসব বলে যারা চিৎকার করতে থাকে তাদের কাছে জানতে চাই আমি যদি রাম মন্দির নিয়ে প্রাইভেট মেম্বার বিল নিয়ে আসি তাহলে কি তারা সেই বিলে সমর্থন করবে৷ এ বিষয়টা এখনই পরিষ্কার হয়ে যাওয়া উচিৎ৷’’

বিজেপির রাজ্যসভার সাংসদের এই টুইট ‘‘রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্স’’ আনার সম্ভাবনাকেই উস্কে দিচ্ছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার দাবি, ‘‘দেখুন মোদিজী আমাদের সারপ্রাইজ দিতে ভালোবাসেন৷ অপেক্ষা করুন দিওয়ালির পর দেশের মানুষের জন্য সারপ্রাইজ আসছে৷’’

২৯ নভেম্বর সুপ্রিম কোর্ট রাম মন্দিরের শুনানি পিছিয়ে দেওয়ার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামভক্তদের ধৈর্য ধরার পাশাপাশি জানিয়েছেন, কোর্ট ছাড়াও মন্দির নির্মাণের আরও অনেক পদ্ধতি রয়েছে৷ বিজেপি সাংসদ রাকেশ সিনহা কিংবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথার ইঙ্গিত ধরে অনেক বিশেষজ্ঞই বলছেন, দেওয়ালি-ছট্ উৎসবের মরশুম পেরোলেই ‘‘রাম মন্দির অর্ডিন্যান্স’’ নামক সবচেয়ে বড় তুরুপের তাসটিই খেলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এবং অবশ্যই সেটি নিজের চমকপ্রদ স্টাইলে৷

মোদী ম্যাজিকের অপেক্ষায় মন্দির ইস্যু৷

 

সর্বশেষ - আন্তর্জাতিক