রবিবার , ২০ ডিসেম্বর ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘নবাব এলএলবি’ ছবির পরিচালকের থানায় অভিযোগ

Paris
ডিসেম্বর ২০, ২০২০ ৫:০০ অপরাহ্ণ

ওটিটি প্লাটফর্মে শাকিব খান অভিনীত সদ্য মু্ক্তিপ্রাপ্ত ছবি ‘নবাব এলএলবি’ পাইরেসির শিকার হয়েছে। এই পাইরেসি ঠেকাতে ছবিটির পরিচালক অনন্য মামুন এবার হাতিরঝিল থানা পুলিশের দ্বারস্ত হলেন। গত ১৯ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি করেন। পরের দিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে এ বিষয়ে অভিযোগ করেছেন বলে সমকালকে জানান পরিচালক মামুন।

বিজয় দিবস উপলক্ষে  ১৬ই ডিসেম্বর আই থিয়েটারে মুক্তি পায় ছবিটির প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট মুক্তি দেয়া হবে আসছে পহেলা জানুয়ারি। ছবিটি দুই অংশের মুক্তি দেয়াতে বেশ সমালোনার শিকার হচ্ছেন পরিচালক। সবাই এটাকে দর্শকদের সঙ্গে প্রতারণা বলেই মন্তব্য করছেন। ছবিটির নায়ক শাকিব খানেরও একই দাবি।

এদিকে মু্ক্তির পর পরই  ছবিটি পাইরেসির শিকার হয় ‘নবাব এলএলবি’। মু্ক্তির পর দিন থেকেই নানা মাধ্যমে পাওয়া যাচ্ছে ছবিটি। বিষয়টি প্রমাণসহকারে পরিচালকের নজরে এলে তিনি আইনসৃংখলাবাহিনীর দ্বারস্ত হয়েছেন বলে জানান।

সমকালকে মামুন বলেন, ‘পাইরেসি যারা করেন তারাই হচ্ছে সিনেমার আসল শক্রু।এতো বড় বাজেটের ছবি যদি পাইরেসি হয়ে যায় তাহলে প্রযোজক ব্যবসায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। যারা দুই পার্টে সিনেমাটি মুক্তি দিয়েছি বলে প্রতারণার কথা বলছেন। তারা পাইরেসি নিয়ে কোন কথা বলছেন না।  তাই আমি জিডি করেছি। আজ সাইবার ক্রাইমে অভিযোগ করেছি। তারা মাঠে নেমেছে। আশা ডিজিটাল চোর শিগগিরই ধরা পড়বে।’

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছন। দ্রুতইএ বিষয়ে তার টিম মাঠে নামবে বলেও জানান তিনি।

করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হয় নবাব এলএলবির শুটিং’। এই ছবির মাধ্যমে শাকিব খান টানা ছয়মাস বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ান। ছবিটিতে বিভিন্ন মূল চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, মাহিয়া মাহি,শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সিমান্তসহ অনেকেই।

সূত্র: সমকাল

সর্বশেষ - বিনোদন