শনিবার , ২৬ আগস্ট ২০১৭ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আরও তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া

Paris
আগস্ট ২৬, ২০১৭ ৪:৩৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দীর্ঘদিন ধরে চলমান ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও জোরদার করার উদ্দেশ্যে আরও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। যদিও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা রয়েছে।

আজ শনিবারের পরীক্ষায় স্বল্প-পাল্লার তিনটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এগুলো দেশটির গ্যাংওয়ান প্রদেশ থেকে ছোড়া হয় এবং এগুলো প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানায়। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৯ মিনিটে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্রগুলো ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান কমান্ডার ডেভ বেনহাম জানান, তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে ৩০ মিনিট সময় নিয়েছে পিয়ংইয়ং। প্রথম ও তৃতীয় ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই আকাশে বিধ্বস্ত হয়েছে এবং প্রথমটি উড্ডয়নের পরপরই ভেঙে পড়েছে। পরে অবশ্য ক্ষেপণাস্ত্রগুলো ঠিকঠাকই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানানো হয় মার্কিন সামরিক সূত্রে।

সূত্র : বিবিসি

সর্বশেষ - আন্তর্জাতিক