অনলাইনে ক্লাস চলছে রাজশাহী কোর্ট কলেজে

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশে সারাদেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় রাজশাহী কোর্ট কলেজেও শুরু হয়েছে অনলাইনে শিক্ষা কার্যক্রম।

করোনার কারণে গত মার্চ মাস থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। যার কারণে সরকারের নির্দেশে কোর্ট কলেজ অনলাইন পাঠ্য কার্যক্রম শুরু করেছে।

ফলে গত ২ মে থেকে কলেজের ফেসবুক পেজে সকাল ১১টায় ধারাবাহিক এই অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি বিষয়ের শিক্ষকরা কলেজ কর্তৃক নির্দিষ্ট সময়ে ক্লাস নিচ্ছেন। এতে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন বলে জানা গেছে।

কোর্ট কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী আতিয়া নওশিন বলেন, করোনার কারণে ঘরে বন্দী আমরা সবাই। এমন অবস্থায় অনলাইনে ক্লাস করার কারণে ভালো লাগছে। আমাদের অধ্যক্ষ স্যারের কারণে ঘরে বসেই আমরা স্যারদের ক্লাস করতে পারছি।

অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে কলেজ অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান বলেন, আমরা শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছি। ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীরা এতে উপকৃত হবেন বলে বিশ্বাস করি। ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণমূলক সব পদক্ষেপ গ্রহণ করব।

স/অ