বাঘায় গাঁজাসহ নারী কাউন্সিলর আটক


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় গাঁজাসহ নারী কাউন্সিলর লতিফা বেগম রঞ্জনাকে আটক করা হয়েছে। এছাড়া ৩০০ বোতল ফেন্সিডিলসহ আরো দুইজনকে আটক করা হয়েছে।

জানা যায়, বাঘা উপজেলা থেকে লতিফা বেগম রঞ্জনা নিজ শরীরে পেঁচিয়ে এক কেজি গাঁজা নিয়ে লালপুরের দিকে যাচ্ছিল। এ সময় সে আশরাফপুর এলাকায় পৌঁছলে রাজশাহী ডিবি পুলিশের একটি দল রোববার (২৮ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। লতিফা বেগম রঞ্জনা বাঘা পৌরসভার সাবেক নারী কাউন্সিলর ও নারায়নপুর গ্রামের বাসিন্দা।

এ দিকে একটি আম বাগান থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ উপজেলার পাকুড়িয়া গ্রামের শরিফুল ইসলামকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) রাত ৯ টার দিকে র‌্যাব ৫ গোপন তথ্যের ভিত্তিতে পাকুড়িয়া গ্রামের হুমায়ন কবিরের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, রোববার দুপুরে তাদের নামে মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।