বুধবার , ২৪ এপ্রিল ২০২৪ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে থ্রি অন থ্রি বাস্কেটবল টুর্নামেন্ট উদ্বোধন

Paris
এপ্রিল ২৪, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাজশাহী জেলা জিমনেসিয়ামে স্বাধীনতা দিবস থ্রি অন থ্রি বাস্কেটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯ টায় জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সম্মানিত সহ-সভাপতি ও জেলা প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লিগ সমিতির আহবায়ক এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা নির্বাহী সদস্য খায়রুল আলম ফরহাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় ও অধিনায়ক রাশেদুজ্জামান রাশেদ। সভাপতিত্ব করেন মমিনুল আলম, সদস্য সচিব জেলা প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লীগ সমিতি এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জেলা বাস্কেটবল কোচ জনাব রকিবুল ইসলাম।

দিনের প্রথম খেলা ঈগলেটস বনাম পবাপাড়া এর মধ্যে অনুষ্ঠিত হয়। ঈগলেটস ১৭ পয়েন্ট ও পবা পাড়া ৭ পয়েন্ট সংগ্রহ করে, ঈগলেটস ১৭ পয়েন্ট পেয়ে পবা পাড়াকে পরাজিত করে। দিনের অপার খেলায় বুলস্ ১৫ পয়েন্ট ও পবাপাড়া ফাইটার্স ৭ পয়েন্ট সংগ্রহ করে, ও বুলস্ ১৭ পয়েন্ট পেয়ে পবা পাড়া ফাইটার কে পরাজিত করে। উক্ত খেলা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়।

সর্বশেষ - খেলা