বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীর ৩০ জন নারী পেলেন মোবাইল জার্নালিজম ফেলোশিপ

Paris
জানুয়ারি ১৩, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

গণযোগাযোগ ও মিডিয়া বিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র সেন্টার ফর কমিউনিকেশন এ্যান্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ ১৯৯৯ সাল থেকে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মী এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্থানীয় ও আঞ্চলিক এবং কমিউনিটি মিডিয়ার সক্ষমতা বাড়ানো, জনসাংবাদিকতার বিকাশ সাধন এবং বিকল্প মিডিয়ার প্রসারের লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি অত্যন্ত সাফল্যের সাথে বাস্তবায়ন করে চলেছে।

এরই ধারাবাহিকতায় সিসিডি বাংলাদেশ ও রেডিও পদ্মা ৯৯.২এফএম যৌথভাবে গত বছরের মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত যুব নারীকে মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ এবং ফেলোশীপ দিয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্লেলন কক্ষে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। জ্ঞানচর্চা কেন্দ্রো সিসিডি বাংলাদেশের চেয়ারপার্সন ওয়ালিউর রহমান বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, রাজশাহী বিশ^বিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান এবং দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আখবারুল হাসান মিল্লাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিসিডি বাংলাদেশের পরিচালক জি. এম. মুরতুজা ও রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভীন। ওমেন ফর ওমেন প্রকল্পের আওতায় ৩০ জন নারী এ প্রশিক্ষনে অংশ নেন।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর