রবিবার , ১৬ জুন ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় রেশম পল্লীর আলোচনা ও মতবিনিময় সভা

Paris
জুন ১৬, ২০১৯ ২:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
‘রেশম গুটি কাঁচা সোনা এতো আয় যায়না গোনা, করো যদি রেশম চাষ থাকবে সুখে বারো মাস’ শ্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় আইডিয়াল রেশম পল্লীর সুসংগঠিত রেশম পল্লীর সমিতির সদস্যগণের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে এর আয়োজন করে রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়।

মান্দার সতীহাট কেটি হাইস্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর মহাপরিচালক মু. আব্দুল হাকিম।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রকল্প পরিচালক (সম্প্রসারণ ও প্রেষনা) এমএ মান্নানের সভাপতিত্বে এবং উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর সচিব জায়েদুল ইসলাম, প্রধান সম্প্রসারণ কর্মকর্তা এমদাদুল বারী, মান্দা উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত,মান্দা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাবিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেশম উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা আখতারুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিবিএর সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, নওগাঁ রেশম সম্প্রসারন কেন্দ্রের ম্যানেজার গোলাম রাব্বানী, আইডিয়াল রেশম পল্লীর সুসংগঠিত রেশম পল্লী সমিতির আড়াই শতাধিক সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর