মঙ্গলবার , ৬ মার্চ ২০১৮ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবিতে ‘ব্যবসায় টেকসই উন্নয়ন’ শীর্ষক সম্মেলন শুরু ৮ মার্চ

Paris
মার্চ ৬, ২০১৮ ৭:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ‘ব্যবসায় টেকসই উন্নয়ন’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হতে যাচ্ছে আগামী ৮ মার্চ। মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান- প্রবন্ধ উপস্থাপক, সেশন চেয়ার ও মূল্যায়নকারী হিসেবে ৮টি দেশের দেড় শতাধিক গবেষক সম্মেলনে অংশ গ্রহণ করবেন। উদ্বোধনী পর্বে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। এছাড়াও সম্মেলনে বিশটি টেকনিক্যাল সেশনে মোট ৫৬টি গবেষণা নিবন্ধ ও একটি পোস্টার পেপার সেশনে ১১টি গবেষণা নিবন্ধ উপস্থাপিত হবে।

তিনি আরো জানান, ওই দিন সকাল সোয়া ৯টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক শিবলি সাদিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক মজিব উদ্দিন আহমেদ। এছাড়া আগামী ৯মার্চ সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাবেন বিশ্বাবিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি হিসেবে রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ ও বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মোহা. সাইফুল রহমান।

এ সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষকতা করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এছাড়া সম্মেলনে ডায়মন্ড স্পন্সর হিসেবে থাকছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। লংকা বাংলা সিকিউরিটিস। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে রাইট চয়েজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিডেট, সাধারণ বীমা কর্পোরেশ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ডেইল স্টার, কালের কণ্ঠ, বিডিনিউজ এবং সোনালী সংবাদ।

স/অ

সর্বশেষ - শিক্ষা