সোমবার , ১৬ অক্টোবর ২০১৭ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাবনায় দু’পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে নারী গুলিবিদ্ধ

Paris
অক্টোবর ১৬, ২০১৭ ৭:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

পাবনা জেলা সদরের অনন্তপুর বেড়িবাঁধ এলাকার দু’পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তার নাম মিডিয়া (৪০)। তিনি ওই এলাকার মনুয়ার স্ত্রী। পর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। ওই নারীর পেটের মাঝখানে গুলিবিদ্ধ হয়েছে।

আহত ওই নারীর পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুর ১২টার দিকে পাবনা সদরের অন্ততপুর বেড়িবাঁধ এলাকার দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। এসময় ওই নারী কাজ সেরে বাড়ি ফিরছিলেন। কিন্তু তিনি ওই সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। একটি গুলি এসে তার পেটের মাঝখানে বিদ্ধ হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ মিডিয়া নামের ওই নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

তবে পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ওই নারীর সঙ্গে সুইপার কলোনীর বাসিন্দা কমলের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই নারীর পেটে এসে একটি গুলি লাগে। তবে গুলিটি কথায় থেকে এসে তাঁকে লেগেছে-তা বলা যাচ্ছে না। ঘটনার পর থেকে কমল নামের ওই ব্যক্তি পলাতক আছে। তাকে গ্রেপ্তার করা গেলে ঘটনার রহস্য বের হয়ে আসবে।

স/আর

 

সর্বশেষ - রাজশাহীর খবর