সোমবার , ১৬ ডিসেম্বর ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত 

Paris
ডিসেম্বর ১৬, ২০১৯ ৪:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে রোববার রাত থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সরকারী ভবনগুলো আলোকসজ্জ্বা করা হয়। প্রথম প্রহরে নগরীর বিভিন্ন শহীদ মিনারগুলোতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ ও নীরাবতা পালন করা হয়।

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টি রাজশাহী মহানগর শাখার নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন করেন নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  সকালে থেকে বিজয় মিছিল বের করে রাজশাহীর বিভিন্ন সরকারী-বেসরকারী অফিস, রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন করেন কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ।

 

শ্রদ্ধা নিবেদন করেন জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সদস্যবৃন্দ।

সকাল ৯টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জেলা সদরের মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট ও গালর্স গাইডের অংশ গ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন তিনি। এতে রাজশাহীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

 

শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগর শাখার নেতৃবৃন্দ।

গভীর রাত উপেক্ষা করেও শিশুরা আসে শ্রদ্ধাঞ্জলি জানাতে।

সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আলোকচিত্র প্রদর্শন করা  হয়। প্রবেশ মূল্য ছাড়া সকাল-সন্ধ্যা পর্যন্ত জাদুঘর, পার্ক, চিড়িয়াখানা সর্বসাধারনের জন্য উন্মুক্ত করা হয়। হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু সদন, শিশু নিবাস, অন্ধ, মুক ও বধির বিদ্যালয়, সেফ হোম, এস ও এস শিশুপল্লী, শিশু বিকাশ কেন্দ্র এবং বেসরকারি এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বিজয় মিছিলের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বিজয় মিছিল বের করে অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেলের কর্মকর্তারা।

বিজয় মিছিল করেন মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

বিশাল বিজয় মিছিলের আয়োজন করে রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীবৃন্দ।

বিজয় মিছিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।

 

সর্বশেষ - রাজশাহীর খবর