মান্দায় ১২টি স্কুলের জেএসসি’র গরিব পরীক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁ জেলার মান্দা থানার চকউলী বহুমুখী হাইস্কুল এন্ড ক‌লেজ মা‌ঠে মানব‌সেবী সামা‌জিক সংগঠন ’ভ্রাতৃত্ব’ আগামী জেএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া গরীব শিক্ষার্থী‌দের মা‌ঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অ‌ভিভাবক সমা‌বেশের আ‌য়োজন ক‌রে। গতকাল শুক্রবার এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

 

এই অনুষ্ঠা‌নে প্রধান অ‌তিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন রাজশাহী শিক্ষা‌বো‌র্ডের স‌চিব ড.আনারুল হক প্রামাণিক।

 

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন রাজশাহী সমাজসেবা কর্মকর্তা‌ আব্দুল্লা আল ফি‌রোজ, রাজশাহী নগরীর উপশহর এ‌স্টেট বা‌লিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম।

 

উক্ত অনুষ্ঠা‌নে প্রধান আ‌লোচক হি‌সে‌বে আ‌লোচনা ক‌রেন, রাজশাহী সিটি কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আ‌জিজুর রহমান দীপু।

 

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন ভ্রাতৃ‌ত্বের সভাপ‌তি রোস্তম আলী। ওই অনুষ্ঠা‌নে মান্দা উপ‌জেলার ১২টি শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের ৮৪২ জন জেএস‌সি পরীক্ষার্থী‌দের মা‌ঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন জনাব সে‌লিম রেজা।

 

স/আর