ভাষা সৈনিক আবুল হোসেনের জানাযা ও দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

ভাষা সৈনিক আবুল হোসেনের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় মহানগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে টিকাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযা নামাজে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সহ রাজশাহীর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বরেণ্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনাসাধারণ। জানাযা নামাজের পূর্বে সেখানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

স্মৃতিচারণ করে আরো বক্তব্য দেন ভাষা সৈনিক আবুল হোসেনের ছেলে আবুল হাসনাত বিদ্যুৎ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও কবি আরিফুল হক কুমার।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, শাহ মখদুম কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, শাহাদত হোসেন, নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলিপ কুমার ঘোষ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার, ঋতিক ঘটক ফ্লিম সোসাইটির সভাপতি ডা. এফএম এ জাহিদ, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ।

স/রি