সিংড়ায় ভ্রাম্যমাণ আদালতে ১৫জনের জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রতিরোধে নাটোরের সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ জনের কাছ থেকে ৭হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় সিংড়ার চলনবিল গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার ইউএনও এম.এম সামিরুল ইসলাম।

এসময় যানবাহনে অভিযান পরিচালনা করে কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সংক্রমণ রোগ প্রতিরোধ ও সরকারি আদেশ অমান্য করায় ১৫জনের কাছ থেকে ৭হাজার একশত জরিমানা আদায় করা হয়। পরে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল আমিন সরকার, সিংড়া থানার এস.আই শাহেদ আলম. এস.আই শিবলী, পরিবেশ কর্মী সাইফুল ইসলাম প্রমূখ।