বুধবার , ২৯ আগস্ট ২০১৮ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় নৌকাডুুবিতে কৃষক নিখোঁজ

Paris
আগস্ট ২৯, ২০১৮ ৩:৩০ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে টিনের তৈরী ডুঙ্গা নৌকা ডুবে বারিক খাঁ (৫০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ আগষ্ট) বিকেল ৫টার দিকে পদ্মা নদী পারাপারের সময় চকরাজাপুর এলাকায় নৌকা ডুবির এ ঘটনা ঘটে। আজ বুধবার বেলা ৩টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ডুবুরিরা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। নিখোঁজ বারিক খাঁ পদ্মার চকরাজাপুর চরের মৃত ওয়াহেদ খাঁর ছেলে।

জানা যায়, পদ্মার ভয়াবহ ভাঙনের কবলে পড়ে বারিক খাঁ’র বসত ভিটা। ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িঘর ভেঙে নৌকাতে করে আসবাবপত্র অন্যাত্র নিয়ে যাচ্ছিল। এ সময় নৌকা ডুবে নিখোঁজ হন। এ সময় নৌকায় তার সাথে ছিল প্রতিবেশি কামরুল শেখ। সে সাঁতরে কিনারে উঠলেও বারিক খাঁ ডুবে নিখোঁজ রয়েছে।

চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম পদ্মায় ডুঙ্গা নৌকা ডুবিতে বারিক খাঁ নামের এক কৃষক নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেন।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, ডুঙ্গা নৌকা ডুবিতে এক ব্যক্তি নিখোঁজ রয়েছে শুনেছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ডুবুরিরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর