শুক্রবার , ৮ মার্চ ২০১৯ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাকিস্তানের আমন্ত্রণ প্রত্যাখ্যান ভারতের

Paris
মার্চ ৮, ২০১৯ ৪:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সবিনয়ে আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরাসরি তা প্রত্যাখ্যান করল ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)৷ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল দেখতে ভারতীয় বোর্ডের কর্মকর্তাদের দাওয়াত করেছিলেন পাক বোর্ডের কর্তারা। তবে কাশ্মীর হামলা পরবর্তী চিরবৈরি দুই দেশের যুদ্ধাবস্থায় পিসিবির আমন্ত্রণ ফিরিয়ে দিল বিসিসিআই৷

কেবল ভারতীয় বোর্ডই নয়, পিসিবির আমন্ত্রণ নাকচ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। তিনি বিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট।

পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ১৭ মার্চ করাচিতে হবে পিএসএল ফাইনাল। আইসিসি ও বিসিসিআইসহ সব বোর্ডের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু ব্যক্তিগত কারণে পাকিস্তানে আসতে পারবেন না বলে জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান ও বিসিসিআই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সিকে খান্না। তবে আইসিসি সিইও ডেভ রিচার্ডসন পিএসএল ফাইনাল দেখতে করাচিতে হাজির থাকবেন।

পিএসএল ফাইনাল দেখতে আইসিসি সদস্যভুক্ত সব দেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর নেপথ্যে তিনি বলেন, আমরা চাই তারা পাকিস্তানে এসে দেখে যান এখানকার নিরাপত্তা ব্যবস্থা৷ আমি মনে করি, নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট হলে পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এখানে দল পাঠাতে গড়িমসি করবে না বোর্ডগুলো।

২০০৯ সালে লাহোরে টিম শ্রীলংকার ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে সফরে যায় না আন্তর্জাতিক ক্রিকেট খেলুড়ে দলগুলো। সেখানে মূলধারার ক্রিকেট ফেরাতে মরিয়া পিসিবি। এ নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করছেন পাক কর্তারা। এরই অংশ হিসেবে বিসিসিআই কর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে রাজনৈতিক উত্তেজনায় ফিরিয়ে দিলেন তারা।

 

সর্বশেষ - খেলা