নওগাঁয় ভ্রাম্যমান আদালতে ৩ জুয়ারীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় সাবেক এক জজের বাসায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে আটক তিন ব্যক্তিকে দণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে এগার টার দিকে শহরের কেডির মোড়ে সাবেক জজ আরেফিন সিদ্দিকীর বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। বাসার ভেতর জুয়ার আসর থেকে শহরে পার-নওগাঁ মহল্লার মোস্তফা আলী খন্দকার এর ছেলে মামুন আলী (৩২), আদমদীঘি উপজেলার তারাপুর গ্রামের আফছার আলীর ছেলে নজরুল ইসলাম সাজু (৩০) ও সান্তাহার মালশন মহল্লার আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমানকে (৩২) আটক করে।

ডিবি পুলিশের এসআই রফিক জানান, অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির কেয়ার টেকার ও বেসরকারী সংস্থা জননীর নির্বাহী পরিচালক আকরামূল ইসলাম পালিয়ে যায়।

পরে আটককৃতদের থানায় নিয়ে ভ্রাম্যমান আদলতে ১৮৬৭(৩) ধারায় প্রত্যেকের ২০০ টাকা করে জরিমানা আদায়ের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি রিপন কুমার সাহা।

এদিকে শনিবার দুপুরে জননীর নির্বাহী পরিচালক আকরামূল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ওই বাড়ির কেয়ার টেকার থাকার কথা অস্বীকার করেন। নিজেকে নির্দোষ দাবি করে ঘটনার সময় বাসায় ছিলেন না বলে দাবি করেন তিনি।
স/শ