রবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা, সর্বনিম্ন সিলেট

Paris
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৫:২০ অপরাহ্ণ

উচ্চ মাধ্যমিকের ফলাফলে বরাবরের মতো সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডে। প্রকাশিত ফলাফলে ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫৯ হাজার ২৯৯ শিক্ষার্থী। এই বোর্ডে পাশের হার ৯৬.২০ শতাংশ।

এছাড়া সবচেয়ে কম সংখ্যক জিপিএ পেয়েছে সিলেট বোর্ডে। সেখানে জিপিএ-৫ এর সংখ্যা ৪ হাজার ৭৩১; পাশের হার ৯৪.৮০ শতাংশ।

এবার উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় ১১ বোর্ডে সার্বিকভাবে পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ শিক্ষার্থী।

রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়।

এইচএসসিতে গড়ে পাশের হার ৯৫.২৬। সাধারণ ৯ বোর্ডে পাশের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

ঢাকা-সিলেট বোর্ড ছাড়াও রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী; বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী; কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী; দিনাজপুর বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী; যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ শিক্ষার্থী; ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৯৫.৭১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ শিক্ষার্থী।

এ ছাড়া কারিগরি বোর্ডে পাশের হার ৯২.৮৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭৭৫ শিক্ষার্থী; মাদ্রাসা বোর্ডে পাশের হার ৯৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭২ শিক্ষার্থী।

পরীক্ষার ফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

এ পরীক্ষায় এবার ১৪ লাখ ১৪৫ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর। শেষ হয় ৩০ ডিসেম্বর।

এর আগে ২০২০ সালের এইসএসসি ও সমমান পরীক্ষায় ছেলেদের চেয়ে ২ দশমিক ৪৭ শতাংশ বেশি পাশ করেছিল মেয়েরা।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - শিক্ষা