শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কিরাত সম্মেলনে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন কারি আহমাদ বিন ইউসুফ

Paris
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

পাকিস্তানের আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক শায়খ কারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সম্মেলনে অংশ নিতে তিনি করাচির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

১ অক্টোবর থেকে পাকিস্তানের করাচি, ইসলামাবাদ, পেশাওয়ার, রাওয়ালপিন্ডি, মুলতানসহ বিভিন্ন প্রদেশে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু হবে। এতে কারি আহমাদ বিন ইউসুফ প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

আগামী ১৯ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

উল্লেখ্য, দীর্ঘ ৫১ বছর পর বাবার পর পুত্র হিসেবে কারি আহমাদ বিন ইউসুফ পাকিস্তানের জাতীয় টেলিভিশন পিটিভি ও জাতীয় বেতারকেন্দ্রে পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে  সক্রিয়ভাবে অংশ নেওয়ায় তার পিতা বাংলাদেশের কিরাত জগতের পথিকৃৎ কারি মুহাম্মাদ ইউসুফ (রহ.) ২৬ মার্চ সকালে পিটিভি ও করাচি বেতার থেকে চাকুরীচ্যুত হন।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - ধর্ম