শুক্রবার , ১৭ আগস্ট ২০১৮ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ওয়ান-ইলেভেনের কুশীলবদের নিয়ে ফের ষড়যন্ত্রে বিএনপি: ওবায়দুল কাদের

Paris
আগস্ট ১৭, ২০১৮ ৫:০২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ওয়ান-ইলেভেনের কুশীলবদের সঙ্গে নিয়ে বিএনপি নেতারা ফের ভয়ংকর ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মানুষের ঈদযাত্রা পরিদর্শনে এসে এ অভিযোগ করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ওয়ান-ইলেভেনের মতো ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি, চক্রান্তটা কিন্তু বিএনপি করছে। মিডিয়ার একটি অংশ তাদের সহযোগিতা করছে।

‘ওয়ান-ইলেভেনে মিডিয়ার একটা অংশ ছিল তাদের সহযোগী। সেই কুশীলবদের সঙ্গে। এখনও সেই একই চক্রান্ত বিএনপিই করে যাচ্ছে।’

ওবায়দুল কাদের জানান, সংসদে না থাকায় নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট কোটায় বিএনপিকে নেয়ার কোনো চিন্তাভাবনা নেই।

‘টেকনোক্র্যাট একটা দল থেকে কেন নেব? টেকনোক্র্যাট, বাইরে অনেক লোক আছে। পার্লামেন্ট থাকলে পার্লামেন্টের একটা নিয়ম আছে। নিয়ম অনুযায়ী নেয়া একটা…। আর পার্লামেন্ট না থাকলে টেকনোক্র্যাট নেয়ার কোনো সুযোগ নেই।’

ভারিবর্ষণ না হলে এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক হবে বলেও আশাবাদ জানান তিনি।

অনেক চালক হালকা যানবাহন চালানোর লাইসেন্স দিয়ে ভারী যানবাহন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হঠাৎ করে সব পরিবর্তন করা যাবে না, তাই আপাতত মধ্যম পন্থা অবলম্বন করা হবে।

সর্বশেষ - জাতীয়