সোমবার , ২০ ডিসেম্বর ২০২১ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ওমিক্রনে আক্রান্ত ২ নারী ক্রিকেটার পুরোপুরি সুস্থ

Paris
ডিসেম্বর ২০, ২০২১ ৭:৪০ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিয়ে গত ১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে দেশে ফেরে বাংলাদেশ নারী দল। এরপর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়।

তবে তখনই করোনা পরীক্ষায় দুজন পজিটিভ হন, সেটাও করোনার নতুন ধরন ওমিক্রন। অবশেষে গতকাল তাদের জন্য সুখবরই দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রমণ) অধ্যাপক নাজমুল ইসলাম।

ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ হয়ে উঠেছেন এবং শিগগিরই বাড়ি ফিরতে পারবেন তারা। গতকাল কোভিড টেস্ট হয়েছে ওই দুই নারী ক্রিকেটারের। আইইডিসিআরের নির্ভরযোগ একটি সূত্র জানিয়েছে, দুজনের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

একই ইঙ্গিত স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাজমুল ইসলামের, ‘আমাদের নারী ক্রিকেটাররা যাঁরা ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন, তাঁরা একেবারেই সুস্থ। তাঁদের কোয়ারেন্টিন শেষ পর্যায়ে। সব পরীক্ষা-নিরীক্ষার ফল পেলে তাঁদের দ্রুত নিজ নিজ বাসগৃহে ফিরে যাওয়ার অনুমতি দিতে পারি। ’ বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, রিপোর্ট নেগেটিভ হলে তাঁদের বাড়িতে ফিরে যেতে দেওয়া হবে।

সূত্র: বাংলা নিউজ ২৪

সর্বশেষ - খেলা