আত্রাইয়ে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আত্রাই প্রতিনিধি:
‘বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন’ এই প্রতিপাদ্যে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে শিশু সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমানের নেতৃত্বে সকাল ৯টায় উপজেলা চত্ত্বরে হতে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

র‌্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী শিক্ষক, সরকারী কর্মকর্তা, কর্মচারী জনপ্রতিনিধি, সাংবাদিক মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনীর মানুষ অংশ গ্রহন করেন। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে বঙ্গবন্ধুর জম্মদিবসের গুরুত্বরোপ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড জয়া মারীয়া পেরেরা।

 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, এম এম কলেজের উপাধ্যক্ষ মাহবুবুল হক দুলু, ইউ আর সি সহকারী আহন্মেদ পিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাওছার হোসেন, শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তফা সারোয়ার শাহিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, আওয়ামীলীগ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রাং, মুক্তিযোদ্ধা কমান্ডার আকতারুজ্জামান, প্রধান শিক্ষক আজিমদ্দিন সরদার, প্রনব কুমার ঘোষ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ছাত্রলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল প্রমুখ।

 
অনুষ্ঠানের শেষ ভাগে রচনা ও চিত্রংকন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরুস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারী কর্মকর্তাসহ স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।