মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবির হলে থাকতে পারবে ভর্তিচ্ছু ছাত্রীরা

Paris
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৮:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু ছাত্রীরা ছাত্রী হলে থাকার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে হলগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেন।
উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, আমরা ছাত্রী ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা করছি। ছাত্রী হলগুলোর রিডিং রুম, টিভি রুম, কমন রুমগুলোতে তারা থাকতে পারবে। সেখানে পর্যাপ্ত আলো ব্যবস্থা করা হচ্ছে, ফ্যান দেওয়া হবে। তিনি আরও বলেন, ছাত্রীরা যাতে খাবারের জন্য বের না হতে হয়। সেজন্য আমরা বাবুচিদের সাথে কথা বলছি। যাতে তারা একটি যুক্তিসঙ্গত দামে খাবার পরিবেশন করে। তবে আমরা দুঃখপ্রকাশ করছি ছাত্রদের জন্য কোনো ব্যবস্থা করতে পারছি না।
প্রসঙ্গত, আগামী ৪ঠা অক্টোবর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ০৬ অক্টোবর পর্যন্ত। এবার তিনটি ইউনিটে ১ লাখ ২৮ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।
স/রি

সর্বশেষ - রাজশাহীর খবর