শুক্রবার , ২৪ মে ২০২৪ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বৃষ্টির নতুন পানিতে রঙিন ব্যাঙের মেলা

Paris
মে ২৪, ২০২৪ ১:০১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

বর্ষার আগাম বার্তা জানান দিতে শুরু হয়েছে বৃষ্টি। আর নতুন পানি পেয়ে শুরু হয়েছে ব্যাঙের হাঁকডাক। দীর্ঘ দিন বৃষ্টি শূন্য থাকলেও চাঁপাইনবাবগঞ্জে এক দিনের গুঁড়িগুঁড়ি বৃষ্টির পর ব্যাঙেদের মধ্যে যেন বইছে আনন্দের বন্যা। বৃষ্টির নতুন পানিতে বিভিন্ন এলাকায় জলাধারে দেখা যায় ব্যাঙের মিলন মেলা। নানা রঙের ব্যাঙের ডাকে মুখরিত হয় চারদিক।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রামে একটি পানি শূন্য পুকুরে বৃষ্টিতে জমে থাকা পানিতে জড়ো হয় অসংখ্য ব্যাঙ। অল্প জায়গায় রঙিন ব্যাঙেরা গ্যাঙরগ্যাঙ শব্দে মুখরিত করে তোলে। এখনকার সময়ে গ্রামাঞ্চলে ব্যাঙের এমন দৃশ্য আর ডাকাডাকি তেমন চোখে পড়ে না। তাই ব্যাঙের মেলা আর ডাকাডাকিতে প্রকৃতির আবহমান রূপের দেখা মিলেছে।

যদিও রঙিন ব্যাঙ এখন বিলুপ্ত প্রায়। সচারাচর দেখা যায় না। জানা যায়, বৃষ্টির সময় ব্যাঙের প্রজনন মৌসুম হওয়ায় এ সময়ে মাঝে মধ্যে দেখা মিলে তাদের। রঙিন ব্যাঙগুলোর নাম সোনা ব্যাঙ। সোনা রঙের ব্যাঙগুলো পুরুষ আর সবুজ রঙের ব্যাঙগুলো মেয়ে ব্যাঙ। সাধারণত পুরুষ ব্যাঙগুলোই ডাকাডাকি করে।

 

 

সর্বশেষ - রাজশাহীর খবর