মঙ্গলবার , ১০ এপ্রিল ২০১৮ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাণীনগরে মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

Paris
এপ্রিল ১০, ২০১৮ ৫:১২ অপরাহ্ণ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে মাদক মামলার পলাতক আসামী মোছা: সাহানারা ওরফে সানেরা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার সদরের রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সাহানারা ওরফে সানেরা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বালুভরা বেদেপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে (২৯মার্চ) সদরের পশ্চিম বালুভরা এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্ততে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্তিতি টেরপেয়ে গাঁজা ফেলে পালিয়ে যায় এবং সেখান থেকে পুলিশ ৪ কেজি গাঁজা উদ্ধার করে।

ওসি আরো জানান, এঘটনায় পলাতক গাঁজা বিক্রেতাকে সনাক্ত করে তিন জনের নাম উল্লেখ করে মাদক দ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এ ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে।

সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধারকৃত গাঁজার পলাতক আসামী (মূলহোতা) সাহানারা ওরফে সানেরাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি সিদ্দিকুর রহমান জানান।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর