বুধবার , ২২ জানুয়ারি ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীর দুটি বালুমহাল বন্ধ করে দিয়েছে প্রশাসন

Paris
জানুয়ারি ২২, ২০২০ ৩:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পদ্মা নদীর তীরবর্তী নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি বালুমহাল বন্ধ করে দিয়েছে প্রশাসন।

রাজশাহী জেলা প্রশাসকের আদেশক্রমে পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুল হায়াতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আজ বুধবার বালুমহাল দুটি থেকে বালু উত্তোলনও বন্ধ করে দেয়া হয়েছে।

জানা গেছে, বালুমহাল দুটির মালিকানায় রয়েছেন ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রজব আলী ও আনোয়ার হোসেন। তবে বালুমহাল দুটি তারা জেলা প্রশাসকের দপ্তর থেকে লিজ গ্রহণ করেন।

এর মধ্যে রজব আলী হাইটেক পার্ক ঘেঁষে বালু উত্তোলন করে যাচ্ছিলেন।

পবা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আবুল হায়াত বলেন, বালু উত্তোলনের ইজারা শর্ত ভঙ্গ করায় দুটি বালুমহালে অভিযান পরিচালনা করে তা বন্ধ করে দেয়া হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, ইজারা দেয়া হলেও ইজারাদাররা শর্ত অনুযায়ী বালু তুলছেন কি না সেটা দেখতে বালুমহালে অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে সব বালুমহালেই অভিযান চলবে।

স/আর

 

সর্বশেষ - রাজশাহীর খবর