বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে ৩৪ লাখ টাকা ডাকাতি মামলার অন্যতম আসামি তুষার গ্রেপ্তার

Paris
নভেম্বর ৩০, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী ৩৪ লাখ টাকা ডাকাতি মামলার প্রধান আসামি আরাফাত হোসেন তুষারকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ সদর কোম্পানী গোপন সংবাদের মাধ্যমে শাহমখদুম  থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলার অন্যতম আসামী ও ডাকাত দলের দলনেতা আরাফাত হোসেন তুষার। তিনি নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকার আলতাব হোসেনের ছেলে।

গত ২১ আগস্ট ভোর ৫.৩০ মিনিটের দিকে শাহ মখদুম থানাধীন নওদাপাড়া পোস্টাল একাডেমীর সামনে থেকে আরাফাতসহ তার দল বল অ্যাম্বুলেন্সে যোগে এসে অস্ত্র পান ব্যবসায়ীর নিকট থেকে ৩৪ লাখ ২৭ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ মামলার আসামী মোঃ আরাফাত হোসেন তুষারকে গতকাল সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানাধীন শেখপাড়া এলাকার আব্দুস সালামের থেকে র‌্যাব আভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত আসামীকে ঘটনায়  জড়িত থাকার কথা স্বীকার করে। এর আগে এ মামলায় আরও চার আাসমিসহ অন্তত ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর