সোমবার , ১২ সেপ্টেম্বর ২০১৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যে গ্রামে পালিত হয় লাশ পরিষ্কার উৎসব

Paris
সেপ্টেম্বর ১২, ২০১৬ ১:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দিনের শেষে আপনার বন্ধুর সংখ্যা কত দাঁড়াল- সেটা কোনো ব্যাপার নয়। আপনার প্রয়োজন পরিবার। সাধারণত সবাই তাদের পরিবারকে ভালোবাসে কিন্তু ইন্দোনেশিয়ার একটি গ্রামে পরিবারের প্রতি এই ভালোবাসার বিষয়টি চলে গেছে ভীতিকর পর্যায়ে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের উপজাতিরা মা’নিনি নামক উৎসব উদযাপন করে। একে আক্ষরিক অর্থে ‘লাশ পরিষ্কার উৎসব’ বলা যেতে পারে। এবং এটিই হলো ভয়ের কারণ। যদিও তারা বলছে পরিবারের প্রতি ভালোবাসা থেকেই এটা করা হয়।

 

গ্রামটির বাসিন্দারা প্রতি তিন বছর পর পর এই উৎসবে কবর খুঁড়ে তাদের পরিবারের মৃত সদস্যের লাশ উত্তোলন করেন। এরপর মৃতদেহ পরিষ্কার করা হয়। মৃতদেহে ইস্ত্রি করা জামাকাপড় পরিয়ে তারা পারিবারিক ছবিও তোলেন। এই কার্যক্রম তাদের মৃত প্রিয়জনদের প্রতি ভালোবাসা দেখানোর জন্য করা হয়ে থাকে, যা শতকের বেশি সময় ধরে গ্রামটিতে চলে আসছে।

 

Dead_Body_Wash

 

মৃতদেহের শরীরে যাতে পচন না ধরে সে জন্য কফিন পরিবর্তন ও মেরামতও করা হয়। গ্রামটির বাসিন্দারা মনে করেন, মৃত্যু একটি চূড়ান্ত পদক্ষেপ নয়, কিন্তু একটি চলমান আধ্যাত্মিক জীবনের একটি ধাপ মাত্র। যা হোক, হয়তো তারা এই প্রবাদবাক্যটি কখনো শোনেনি যে, ‘শান্তিতে বিশ্রাম’ যা মৃতদেহের ক্ষেত্রে বলা হয়ে থাকে।

সূত্র:রাইজিংবিডি

 

সর্বশেষ - অন্যান্য