শুক্রবার , ২৫ অক্টোবর ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোদ্ধা ফিটু প্রিন্সিপাল আর নেই

Paris
অক্টোবর ২৫, ২০১৯ ১১:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. এনামুল হক (ফিটু) ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৫ টার দিকে শহরের শান্তিবাগের নিজ বাসায় অসুস্থতা বোধ করলে সদর হাসপাতাল নিয়ে যাবার পথেই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি, স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টার সময় মৃধাপাড়া গোরস্থানে অনুষ্ঠিত হবে এবং সেখানেই দাফন করা হবে।

মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. এনামুল হক (ফিটু) বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোদ্ধা ছিলেন। এছাড়াও তিনি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে কলেজ প্রতিষ্ঠা করেন।

তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মঈনুদ্দীন মন্ডল ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি আব্দুল ওদুদসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর