শনিবার , ২৬ ডিসেম্বর ২০২০ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় পরিবহন শ্রমিকের আত্নহত্যা

Paris
ডিসেম্বর ২৬, ২০২০ ৪:৪৪ অপরাহ্ণ


বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জিল্লুর রহমান (৩৫) নামের এক পরিবহন শ্রমিক বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার ভোর রাত ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিল্লুর রহমান বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের মৃত ইনছার মন্ডলের ছেলে।

জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে ১০০ এমএল এর ২ বোতল ট্রিপকর্ড জাতীয় কিটনাশক বিষ পান করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার বিষ অপসারন করা হলেও অবস্থা সংকটাপন্ন হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় দিবাগত শনিবার রাত ৩টার সময় তার মৃত্যু হয়।

মৃত জিল্লুরের স্ত্রী, এবং ১০ ও ৬ বছরের দুইটি ছেলে সন্তান রয়েছে।

আত্মহত্যার কারন এখনো কিছুই জানা যায়নি।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি অবগত আছি। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হওয়ায় এ ব্যাপারে রাজপাড়া থানা আইনগত ব্যবস্থা নিবেন।

স/জে

সর্বশেষ - রাজশাহীর খবর