সোমবার , ২২ ফেব্রুয়ারি ২০২১ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় আন্তঃধর্মীয় সম্প্রীতি-সহনশীলতা বিষয়ক সংলাপ

Paris
ফেব্রুয়ারি ২২, ২০২১ ৭:৫০ অপরাহ্ণ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং সহনশীলতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে  এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী।

দি এশিয়া ফাউন্ডেশন রাজশাহীর প্রজেক্ট অফিসার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে  দি এশিয়া ফাউন্ডেশন রাজশাহীর প্রজেক্ট অফিসার মিতা সরকার, বাগমারার ফিল্ড অ্যাসিসটেন্ট চম্পা রানী রিংকু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুন্ডু, পূজাঁ উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সিংহ, মচমইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাস রানা, গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন, প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংলাপে বাগমারা উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতির বর্তমান অবস্থা, আন্তঃধর্মীয় সংঘাতের ঘটনা, আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় নেতা, আইন শৃংখলা বাহিনীর ভূমিকা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের ভূমিকা, নারীদের ভূমিকা, ও আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় যুব সমাদের ভূমিকা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এএইচ/এস

 

সর্বশেষ - রাজশাহীর খবর