বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০১৯ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাটুরিয়া-দৌলতদিয়া: শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায়

Paris
মার্চ ১৪, ২০১৯ ৯:৫০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঘন কুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করেছে কর্তৃপক্ষ। তবে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ছোট-বড় মিলে শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।এর আগে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, ঘন কুশায়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাড়ে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ছোট-বড় মিলে শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে ঘাট এলাকায় ভোগান্তি দেখা দেয় বলে জানান বলেও জানান সালাউদ্দিন হোসেন।

সর্বশেষ - জাতীয়