বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নীল-সাদা বাসে রাবি শিক্ষার্থীরা বাড়ির পথে

Paris
জুলাই ১৫, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:
আন্দোলন সংগ্রাম মুখে পতিত হয়ে প্রশাসনের সিদ্ধান্ত পুণরার বহালের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার পর নীল-সাদা বাসে বাড়ির পথে যাত্রা শুরু করেছে পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮ টায় প্রশাসনের নির্ধারিত সিদ্ধান্ত অনুসারে রাজশাহী- বগুড়া- রংপুর রুটে শিক্ষার্থীদের নিয়ে ক্যাস্পাস ত্যাগ করেছে বিশ্ববিদ্যালয় বাস। লকডাউনে দীর্ঘ সময় রাজশাহীতে আটকে থাকার পর অবশেষে বিশ্ববিদ্যালয়ের বাসে নিরাপদে বাড়ি ফিরতে পারায় আনন্দ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ।
শিক্ষার্থীরা জানান, একটু সময় নিয়ে হলেও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে বাসে ক্যাম্পাস ত্যাগ করেছি। নিজেদের বাসে নিরাপদে বাড়িতে পৌঁছাবো এমন প্রত্যাশা শিক্ষার্থীদের।
May be an image of one or more people, motorcycle and road
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী জানান, আজ সকালে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুসারে আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে রাজশাহী হতে রংপুরের পথে বিশ্ববিদ্যালয়ের মোট ১১টি বাস ক্যাম্পাস ত্যাগ করেছে। সকলে নিরাপদে বাসায় পৌঁছাবে এমন প্রত্যাশা করছি। সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা জানান প্রক্টর।
উল্লেখ্য, সরকারের প্রজ্ঞাপণ অনুযায়ী গণপরিবহন চলবে এমন কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ১৭ টি রুটে বাসে করে বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে৷ গত সোমবার রাতে এক জরুরী বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হলে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তোপের মুখে অবশেষে লকডাউনে রাজশাহীতে আটকা পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সীমিত রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুসারে ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত রংপুর, ঢাকা ও খুলনা রুটে বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা চালু রাখবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর