বৃহস্পতিবার , ১৮ মে ২০২৩ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিতর্ক কর্মশালা

Paris
মে ১৮, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের উদ্যোগে ইউনিভার্সিটিতে দুইদিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই কর্মশালার উদ্বোধন করেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সংগঠক অধ্যাপক রাশেদা খালেক।

বৃহস্পতিবার (১৮ মে) কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য বর্তমানে উপদেষ্টা, রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য বিশিষ্ট ফোকলোরবিদ প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল। সমাপনী দিনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউনিভার্সিটির কলা ও বিজনেস স্টাডিস অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আব্দুর রউফ, ছাত্র উপদেষ্টা হাসান ঈমাম সুইট প্রমুখ। কর্মশালায় শিক্ষার্থী মারুফ হাসান প্রিয়ামের পরিচালনায় বিভিন্ন বিভাগের ২২ জন শিক্ষার্থী বিতর্ক বিষয়ে জ্ঞান লাভ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রক্টর, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহীর খবর