বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি ২০২১ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্গাপুরে কাউন্সিলর পদে ২জনের মনোনয়নপত্র বাতিল

Paris
ফেব্রুয়ারি ৪, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৃহস্পতিবার ৪৩জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতাকারী প্রার্থীদের মধ্যে মনোনয়ন পত্রে স্বাক্ষর না থাকা ও ঋনখেলাপীর দায়ে ২জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

এছাড়া মেয়র পদে ৪জন প্রতিদ্বন্দিতাকারী আওয়ামী লীগ সমর্থিত তোফাজ্জল হোসেন, বিএনপি সমর্থিত জার্জিস হোসেন সোহেল, জাতীয় পার্টির হুমায়ন কবীর এবং (স্বতন্ত্র) হিসেবে হাসানুজ্জামান সান্টু মনোনয়পত্র বৈধতা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পৌরসভার ১নং দেবীপুর ওয়ার্ডের মাহাতাব আলী ঋণখেলাপীর দায়ে ও ৪.৫.৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী জলিদা বেগমের মনোনয়ন পত্রে স্বাক্ষর না থাকায় প্রার্থীতা বাতিল করা হয়েছে। আর বাকি ৪১জন পুরুষ ও নারী কাউন্সিলর প্রার্থীকে বৈধতা দেওয়া হয়েছে। এছাড়া মেয়র পদে ৪জন প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদের বৈধতা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারী, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১২ ফেব্রুয়ারী।

স/জে

সর্বশেষ - রাজশাহীর খবর