বুধবার , ১১ নভেম্বর ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্গাপুরে কবিরাজের ঘরে রোগীর ঝুলন্ত লাশ, হত্যা নাকি আত্মহত্যা

Paris
নভেম্বর ১১, ২০২০ ৯:২৯ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি:

দুর্গাপুরে চিকিৎসা নিতে এসে কবিরাজের বাড়িতে স্বপন রহমান (২২) নামের এক রোগীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার হাট কানপাড়া এলাকার বাজুখলশী গ্রামে কবিরাজ নাসির উদ্দিনের বাড়িতে ঘটনাটি ঘটেছে। এঘটনার পর থেকে কবিরাসহ পরিবার পালাতক রয়েছে।

মৃত স্বপনের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার দাসগ্রামে। সে ওই গ্রামের শফিকুল ইসলামের পুত্র। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে এলাকাবাসীর মাঝে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল আুল কালাম শাহিদ ও থানার ওসি খুরশীদা বানু কনা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।

কবিরাজ নাসির আলীর ভগ্নিপতি ও দুর্গাপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফজলুল বারী সোহরাফ জানান, গত ৭ নভেম্বর দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া বাজুখলশী গ্রামে নাসির আলীর বাড়িতে যৌন সমস্যার চিকিৎসা নিতে আসে স্বপন নামের ওই যুবক। বুধবার দুপুরের খাবার খেতে স্বপনকে খোজাখুজি করছিলো নাসির। বিকেল ৩ টার দিকে নাসির আলী তার বাড়ির একটি কক্ষে গিয়ে দেখেন স্বপনের গলায় রশি পেঁচাননো অবস্থায় ঝুলিয়ে আছে। পরে ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান শমসের আলীকে জানানো হলে তিনি থানায় খবর দেন।

স্বপন এর আগে ১৭ অক্টোবর স্ত্রী সহ চিকিৎসা নিতে এসেছিলো। প্রায় এক মাস আগে কথিত কবিরাজ নাসিরের বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে ওই যুবক। এরপর গত ৭ নভেম্বর পূণরায় একা চিকিৎসা নিতে নাসিরের বাড়িতে আসে ওই যুবক।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু কনা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে। তদন্ত পুর্বক বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর