রবিবার , ১৬ এপ্রিল ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তাহসানকে বিয়ে করা ভুল ছিল-এমন কথা বলেননি মিথিলা!

Paris
এপ্রিল ১৬, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ

সিল্কসিটি বিনোদন ডেস্ক: 

বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলাকে নিয়ে একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হয়। কিছুদিন আগে কলকাতার বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে সংগীতশিল্পী তাহসান খানকে বিয়ে করা নিয়ে নেকটি মন্তব্য প্রকাশ হয়। যেখানে মিথিলার ভাষ্যে বলা ভয়, তাহসানকে বিয়ে করা নাকি ভুল ছিল মিথিলার।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। তিনি এমন মন্তব্য করেছিলেন কি না, এমন এক প্রশ্নের জবাবে মিথিলা জানান, তিনি কখনোই এমন মন্তব্য করেননি।

মিথিলা জানান, কয়েক বছর আগে এক অনুষ্ঠানে দেয়া তার মন্তব্যের সূত্র ধরে খবরটি করা হয়েছে এবং তিনি যা বলেছিলেন তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানটিতে কী বলেছিলেন, সেটিও পরিষ্কার করেন মিথিলা, ‘আমি বলেছি, কম বয়সে মেয়েদের বিয়ে করা ঠিক নয়। কম বয়সে বিয়ে করে আমি ভুল করেছি। সম্ভবত কভিডের মধ্যে একটি ইউটিউব চ্যানেলে এই কথাগুলো বলেছিলাম।’

মিথিলা বলেন, ‘আমি যখন বিয়ে করি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী, বয়স ২৩। এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি। এখন আমার মনে হয়, ২৩ বছর বয়সে ছাত্রী থাকা অবস্থায় বিয়ে করা আসলেই উচিত হয়নি আমার। কেন বলেছি, আমার অনেক মেয়ে ভক্ত আছেন। আমাকে অনেকে রোল মডেল ভাবেন, তাদের উদ্দেশে এসব বলা।’

মিথিলা আরও বলেন, ‘আমি এখনো বলব, সাধারণত সব মেয়েরই লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া উচিত। কারণ, আমাদের সমাজে এখনো মেয়েদের চলার পথ মসৃণ নয়।’

মিথিলা ও তাহসান ২০০৬ সালে বিবা বন্ধনে আবদ্ধ হন। এরপর ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন তারা। তাহসানের সঙ্গে ডিভোর্সের প্রায় দুই বছর পর, ২০১৯ সালে ডিসেম্বরে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা।

এদিকে আগামীতে মিথিলাকে দেখা যাবে ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এ। ঈদে মুক্তি পাবে সিরিজটি। সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন