ইউক্রেনে তৃতীয় দিনের মতো সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে পথে দুই পক্ষের মধ্য তুমুল লড়াই অব্যাহত আছে।
দুই দেশের এ উত্তেজনার মধ্যে মস্কোতে নিযুক্ত ইউক্রেন দূতাবাসের কর্মীরা লাটভিয়ায় চলে যাচ্ছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনিস বেকেরিস রয়টার্সকে বলেন, ইউক্রেনের মস্কো দূতাবাসের কর্মীরা আবেদন করার সঙ্গে সঙ্গেই আমরা সম্মতি দিয়েছি। তাদের লাটভিয়ায় আসার প্রক্রিয়ায় আমরা সহায়তা করছি।
ইউক্রেনের দূতাবাসের কর্মীরা ইতোমধ্যে লাটভিয়ায় পৌঁছেছেন কিনা, নিরাপত্তাজনিত কারণে তা বলতে রাজি হননি লাটভিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র।
গত ২৪ ফেব্রুয়ারি ভোরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর ঘোষণা দেন।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন